গাড়ির টানে ঘষতে ১২কিলোমিটার,তরুণীর মৃত্যু
নয়া ঠাহর, গুয়াহাটি :দেশের রাজধানী দিল্লির সুলতানপুরী থানা এলাকায় ৫মদ্যপান করা যুবক স্কুটিতে যাওয়া এক তরুণীকে ধাক্কা মেরে১২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় । তরুণীর মায়ের দাবি তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। গাড়ির চাকায় তরুণীর দেহ জড়িয়ে ক্ষত বিক্ষত হয় মাংস পিন্ডে পরিণত হয়। ওই তরুণী মা রেখার অভিযোগ তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার প্রশ্ন নগ্ন অবস্থায় কেন উদ্ধার করা হল?
এই ঘটনা দিল্লির নির্ভয়া ঘরনাকেও লজ্জা দেবে।মহিলা কমিশন প্রধান স্বাতী মালিওয়াল দিল্লি পুলিশ কে তলব করেছেন দেশ জুড়ে নিন্দার ঝাড় উঠেছে।পরে জানা যায় ঐ তরুণীর সঙ্গে আর এক তরুণী ও স্কুটিতে ছিল। তার কিছু হয় নি।
কোন মন্তব্য নেই