হজাই জেলা বিলুপ্তির প্রতিবাদে ৪জানুয়ারি নাগরিক সভা
সুপ্রভাত, আসামে লোকসভা ও বিধান সভা সমষ্টির সীমা পূর্নিধারণ এর অজুহাতে হোজাই জিলা বিলুপ্ত করণের বিরূদ্ধে আগামী কাল,৪ঠা জানুয়ারি, বুধবার , হোজাই শহরের বিভূতি ভূষণ গেষ্ট হাউজে অনুষ্ঠিতব্য নাগরিক সভায় আমি অবশ্যি যাব, আপনারাও আসুন, প্রতিবাদে সোচ্চার হ'ন। সরকারকে জানিয়ে দিন যে হোজাইর সুশীল সমাজ সরকারের হটকারী সিদ্ধান্তে খুশী নয় তাই মেনে নিতে পারছে না। এই নাগরিক সভায় জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে সকলে সামিল হো'ন-- আসাম নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই আবেদন জানালাম। নাগরিক সভার সময়- সকাল ১১ ঘটিকা।
কোন মন্তব্য নেই