Header Ads

বিশ্বের সব চেয়ে লম্বা রিভার ক্রুজ বারাণসী থেকে ডিব্রুগর ১৩জানুয়ারি তে প্রধানমন্ত্রী সূচনা করবেন

নয়া ঠাহর,গুয়াহাটি  :বারাণসী থেকে ডিব্রুগর বিশ্বের   সব চেয়ে দুরুত্ব জল পথ ২৭টি নদী  বাংলাদেশ অসম বঙ্গের মধ্যে দিয়ে ৫০ দিনের সফর এই রিভার ক্রুজ সূচনা করবেন প্রধান মন্ত্রী  ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনওয়াল।আগামী ১৩ , জানুয়ারি বারাণসী থেকে সূচনা হবে। সুন্দরবন কাজিরাঙা ঢাকা পড়বে। ১৩টি পর্যটন কেন্দ্র পড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.