কার্বিয়ালঙ সাবেক নওগাঁ সীমান্ত সমস্যা অব্যাহত রেখে জমি দখলের চক্রান্ত
অমল গুপ্ত ,লামডিং থেকে ফিরে : মধ্য অসমের তথা দেশের মধ্যে অন্যতম বড় জেলা কার্বিয়ালঙ জেলা খনিজ সম্পদে ভরপুর। সেখানে পরমাণুর দাবি চেয়ে বড় উপাদান ইউরেনিয়াম আছে কিনা তার এক সমীক্ষা হয়েছিল। এই জেলায় কয়লা লোহা ছাড়াও অন্যান্য খনিজ সম্পদ আছে ।এই জেলার পাশে নওগাঁ জেলার সীমান্ত বর্তী দক্ষিণ লামডিং খাঙ্গার গাঁও কৃষ্ণ বস্তি বালু নালা বস্তি, বড় বস্তি এই অঞ্চলের জমিতে কার্বিয়ালঙ এর একাংশ মানুষ দখল করতে চাইছে। দু জেলার মধ্যে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। কয়েকদিন আগে দক্ষিণ লামডিঙে র এক যুবক কে গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে।দুই জেলার মধ্যে প্রায় ৫হাজার বিঘা জমিতে ছোট বিমান বন্দর গড়ার জন্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে শোনা গেল। ড্রোন ব্যবহার করে সার্ভে করা হয়েছে। বরাকের ডলু চা বাগান দখল করে বড় মাপের বিমান বন্দর গড়া হচ্ছে ।চা শ্রমিক দের আপত্তি সত্তেও হচ্ছে। ভারতের সব চেয়ে বড় জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর কার্বিয়ালঙ- নওগাঁ জেলার পার্বত্য অঞ্চলে দক্ষিণ ভারতের এক কোম্পানি সৌর শক্তি সম্পন্ন বৃহৎ প্রকল্প গড়ছে। এই পাহাড়ি অঞ্চলে বুনো হাতিদের করিডোর। মনোরম প্রাকৃতিক পরিবেশে পর্যটন কেন্দ্র গড়ার চেষ্টা হচ্ছে।এই গুরুত্বপূর্ণ অঞ্চলে ছোট বিমান বন্দর গড়া হলে রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান করে নেবে।এই সব কথা ভেবে দক্ষিণ লামডিং কার্বিয়াযালঙ সীমান্তে ৫হাজার বিঘা মাটির খোঁজ চলছে। বরাকের ডলু চা বাগানের শ্রমিকদের মত আপত্তি আসবে।আবার বাঙালীরা ছিন্নমূল হবে গৃহহীন হবে । সরকার রাজ্যের দুচার জন বাঙালি স্বাথের র কথা ভাবেনা। তাদের ভাবভার সময়ও বিশেষ নেই।মানুষ নয় শুধুই উন্নয়ন । এই পাহাড়ি জেলার অন্যতম বড় সম্পদ বাঁশ।এই বাঁশ থেকে ডিজেল পেট্রোল এর বিকল্প ন্যাপ থা উৎপাদিত হয়।নুমলিগরে তা উৎপাদিত হচ্ছে। তা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ গুলিতে রপ্তানি হচ্ছে।এই বৃহৎ বাঁশ সম্পদ রপ্তানির জন্যে বিমান বন্দরের প্রয়োজন আছে।
কোন মন্তব্য নেই