Header Ads

জোশীমঠে বিপদজনক বাড়ি ভাঙা চলছে পরিবেশ প্রকৃতি ধ্বংস চলছে

অমল গুপ্তা ,গুয়াহাটি  হিন্দু ধর্মের বিকাশে আদি সংকরাচার্য্য  দেশের চার প্রান্তে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন  জোশী মঠের অন্যতম পিঠ জ্যোতির্মঠ।প্রতি তুষারপাতে বদ্রিনাথ  মন্দির  বন্ধ হয়েগেলে সেই মন্দিরের মূর্তি জোশী মঠের নরসিংহ মন্দিরে নামিয়ে আনা হয়।এই পবিত্র স্থল পাহাড়ে তলিয়ে যাবে কি?  চীনের   নিয়ন্ত্রণ রেখা থেকে১০০কিলোমিটার দূরে অবস্থিত জোশী মঠ সেনা ও আই টি বি পির গুরুত্ত পূর্ন ঘাঁটি রয়েছে। ৫০ কিলোমিটার দূরে বারাহতিতে গত দুবছর চীনের সেনা অনুপ্রবেশ ঘটেছে। প্রধান মন্ত্রীর চার ধাম জাতীয় সড়ক প্রকল্প কেদার নাথ বদ্রি নাথ রেল লাইন প্রকল্প ,এন টিপিসির তপবন বিষ্ণুগর বৃহৎ জল বিদ্যুত প্রকল্পের জন্যে মাটিতে ফাটল ধরেছে।জোশী মঠ তলিয়ে যাওয়ার সম্ভবনা সৃষ্টি হয়েছে।২০২১সালে পাহাড়ে ব্যাপক বন্যা ধস   ,২০০৯    সালে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু  পাহাড়ের ভুগর্ভস্থ র জল সব প্রায়  শেষ হয়ে যায়। প্রকৃতি প্রেমীরা আন্দোলন শুরু করে ছিলেন। সুড়ঙ্গ খোঁড়ার জন্যে ডিনা মাইট ব্যবহার করা হয় বাধা দেবার কেউ নেই। পাহাড় কেটে গাছ কেটে চওড়া রাস্তা তৈরি হচ্ছে  ,২০২১ সাল থেকে ফাটল ধরতে শুরু করে। বৃহৎ বিদ্যুত প্রকল্পের বিরুদ্ধে এক পরিবেশবিদ ১১১দিন অনশন করে প্রাণ ও দেন দেশে কোনো প্রতিক্রিয়া নেই। খবর নেই। পরিবেশ  সংরক্ষণ নিয়ে দেশের মানুষ চিন্তিত বলে  মনে হয়না।     ৫জি প্রযুক্তি দেশের উন্নয়ন করবে?মূর্খের স্বর্গে বাস করছে সরকার ।মোবাইল প্রযুক্তি দেশের মানুষের  বিবেক, চেতনা, মূল্যবোধ সততা সব ধ্বংস করে দিচ্ছে। 




 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.