বিবেকানন্দের জন্ম তিথিতে লাখরা থেকে সাইকেল ফ্যাক্টরি পর্যন্ত রোডের নাম হল বিবেকানন্দ রোড
নয়া ঠাহর ,গুয়াহাটি স্বামী বিবেকানন্দ র জন্ম দিবস যুব দিবস হিসাবে উদযাপিত হল।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিকেকা নন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উদাল বাকরার মনোরম পাহাড়ে বিবেকা নন্দ কেন্দ্রে যুব দিবস পালিত হয়।এই কেন্দ্রের পুরোধা বিশিষ্ট শিক্ষক জহরলাল সাহা র উদ্যোগে এই অনুষ্ঠান সুচারুরূপে পালন করা হয়।বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।এই দিবসের আগে গুয়াহাটি পৌরসভা লখরা রোড কে বিবেকানন্দের নামে উৎসর্গ করে। বিবেকানন্দ প্রেমী বিশিষ্ট শিক্ষক জহরলাল সাহা প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছেন। তার ইচ্ছা পূরণ হল অবশেষে। ছবি পাঠিয়েছেন নকুল রায়।
কোন মন্তব্য নেই