Header Ads

বদরপুরে থিযেটার ওয়ার্কশপ ,সাংস্কৃতিক উৎসব

বদরপুরের থিয়েটার ওয়ার্কশপ সন্থার বার্ষিক সাংস্কৃতিক উৎসব



 নয়া ঠাহরের প্রতিবেদন : বদরপুর : বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ও প্রসারে আসামের বরাকের রেল শহর বদরপুরের ২৩ তম  বার্ষিক সাংস্কৃতিক উৎসব করল  থিয়েটার ওয়ার্কশপ বদরপুর। ২৪ ডিসেম্বর  ছাত্র- ছাত্রী সহ সমাজের নানা অংশের মানুষের বর্নময় শোভাযাত্রার মাধ্যমে  উৎসবের সূচনা হয় বদরপুর রেলওয়ে মহিলা সমিতির মাঠে। উৎসবের ষষ্ঠ সন্ধ্যায় কলকাতার বাংলা গানের শিল্পী চন্দ্রাণী চ্যাটার্জীর মনোমুগ্ধকর পরিবেশনা এবার উৎসবে অন্য মাত্রা এনে দেয়। কনকনে ঠান্ডার মধ্যেও শ্রোতারা ছেড়ে যাননি চন্দ্রাণীর গানের আসর। চন্দ্রানী মঞ্চ ছেড়ে নামতেই তাকে ঘিরে ধরেন শিশুরা। অনেকেই পা ছুঁয়ে প্রণাম করেন চন্দ্রানী চ্যাটার্জীর। চন্দ্রানীকে তবলায় সঙ্গত করেন কলকাতার  প্রবীন তবলা শিল্পী কমলাক্ষ দে। 
 ত্রিপুরার উদয়পুরের শিল্পী সুকান্ত ঘোষ, শিলচরের মঞ্জুশ্রী দাস,বিধান লস্কর সহ বরাকের অনান্য শিল্পীরাও অংশ নেন উৎসবে। 
 শুক্রবার  কনকনে ঠান্ডার মধ্যেও  গান শুনিয়ে  শ্রোতাদের মুগ্ধ করেন। ৭ দিন ব্যপী উৎসবে  চলে  অংকন, আবৃত্তি,যোগাসন,রবীন্দ্র, নজরুল,লোকসংগীত, নৃত্য, তবলা লহরা, পিঠেপুলি, হস্তশিল্প,মহিলা ও পুরুষদের নিয়ে খেলাধূলা সহ নানান প্রতিযোগিতা। উৎসবে প্রকাশিত হয় সংস্হার বার্ষিক মুখপত্র বহমান। সাতদিনের  উৎসব সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানান আয়োজকদের তরফে অজয় সেনগুপ্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.