Header Ads

বজরং দলের সমদল

শম্ভু কৈরীর হত্যার সাথে জড়িত ছেলিমকে ফাঁসী দেওয়ার দাবীতে নগাঁওতে বজরং দলের সমদল#
সুনীল রায় নগাঁও ১৮ জানুয়ারী:- করিমগঞ্জ জেলার বজরং দলের যুব কার্যকর্তা শম্ভু কৈরীর হত্যার সাথে জড়িত ছেলিম উদ্দিন কে ফাঁসী দেওয়ার দাবীতে বজরং দলের নগাঁও জেলা শাখায় আজ নগাঁও শহরে এক প্রতিবাদী সমদল বের করে।সাথে সমদল কারী দলটি জন্মুর ডাগরীগাত্তের জেহাদীয়ে সাতজন হিন্দু লোককে হত্যা করার তীব্র প্রতিবাদ জানায়।সমদলকারী সকলে শম্ভু কৈরীর হত্যাকারী জেহাদী ছেলিম উদ্দিন কে ফাঁসী দেওয়া, জেহাদী র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করা, শম্ভুকৈরী অমর হ ওক, বজরং দল জিন্দাবাদ এই ধরনের ধ্বনি দিয়ে নগাঁত্তের রাজপথ উত্তাল করে তুলে।সমদলের অন্তে বজরং দলের নগাঁও জেলা শাখায় জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি কে একটি স্মারক পত্র প্রেরন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.