Header Ads

নগাঁও তে এনকাউন্টার একজন আহত

নগাঁওতে পুনর এনকাউন্টার।
পুলিশের গুলিতে আহত বিখ্যাত তেল চোর ইমদাদ।
সুনীল রায় নগাঁও ৩১ ডিসেম্বর :-নগাঁওতে পুনর সংঘটিত হয়েছে এনকাউন্টার।২০২২বর্ষের শেষের দিনটিতে আজ কাকভোরে সংঘটিত হয় এই এনকাউন্টার।এই এনকাউন্টার কে কেন্দ্র করে নগাঁওতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে,নগাঁও শহর হতে আল্প দূরে উরীয়াগাঁও বাইপাসের কাছে পাইপ লাইন হতেতেল চুরির অভিযোগে রাজ্যটির বিভিন্ন স্থানের সাথে মেঘালয় হতে ১০জনকেরসিন তেল চুরির সাথে জড়িত লোককে গতকাল পুলিশে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। পুলিশে গ্ৰেপ্তার করা লোক কয়জনকে অধিক তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। গতকাল রাতে পুলিশে অধিক তথ্য পাওয়ার জন্য তেল চুরির সাথে জড়িত লোক কয়জনকে নিয়ে উরীয়াগাঁত্তের পাইপ লাইনের হতে তেল চুরি করা স্থানে নিয়ে গিয়েছিল।উরিয়াগাঁত্তের কাছে তেল চুরিকান্ডের মাষ্টার মাইন্ড ইমদাদ আলিয়ে  পুলিশের কাছ থেকে পালাবার চেষ্টা করে এবং পুলিশ কে আক্রমণের চেষ্টা চলায়। ইমদাদ আলি পলায়নের চেষ্টা করা সময়ে পুলিশে তাকে লক্ষ্য করে গুলী চালনা করে ফলে ইমদাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হয়।আহত ইমদাদকে আজ কাকভোরে পুলিশে উন্নত চিকিৎসার জন্য গুযাহাটীতে নিয়ে গুযাহাটী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমান ইমদাদ চিকিৎসাধীন হয়েছে। ধৃত ইমদাদের বাড়ীগোলাঘাটের মেরাপানীতে বলে জানতে পারা গিয়েছে।নগাঁও, বরপেটা, মেঘালয়,গোলাঘাট, গুযাহাটী এই সকল স্থান হতে গতকাল পুলিশে তেল চোর কয়জন কে গ্ৰেপ্তার করে ছিল।ইমদাদ আলির নেতৃত্বে চলছিল উরীয়াগাঁত্তে তেল চুরির কান্ড।নগাঁও পুলিশে এই সম্পর্কে ১৩৯২/২২ নম্বরের কেস নথিভুক্ত করে অনুসন্ধান অব্যাহত রেখেছে। উল্লেখ্য যে, তদানীন্তন পুলিশ সুপার আনন্দ মিশ্রের দিন হতে বর্তমান প্রর্য্যন্ত নগাঁওতে প্রায় ১৬টি এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.