গত ৪ ডিসেম্বর জামুগুড়ি ঘাটে আয়োজিত একটি সভায় নাডুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিধায়ক কাম সমাজসেবী পদ্মা হাজারিকাকে 'ভরালি কনওয়ার' শিরোনামে চিত্রিত একটি মোমেন্টো উপস্থাপন করায় সম্মানিত বোধ করেন৷ পুরস্কার প্রদান করেন পদ্মশ্রী ডা. ইলিয়াস আলী।
কোন মন্তব্য নেই