Header Ads

গুজরাটে গেরুয়া ঝড় , হিমাচলেও বিজেপি ,২০২৪ আবার মোদি স্পষ্ট ইঙ্গিত

নয়া ঠাহর গুয়াহাটি: বিজেপি গুজরাট, হিমাচলে র বিধানসভা নির্বাচনে সব সংকেত  বুঝিয়ে দিল আগামী লোকসভা নির্বাচনে  নরেন্দ্র মোদি  নতুন  সংসদ  ভবনে বসবেন। দেশের রাজনীতিতে বিরোধী দলের স্থিতি বড়ই দুর্বল শক্তি  শালী দল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত  টি 20 বৈঠকে মোদির পাশে দাঁড়িয়েছেন । সব লক্ষণ বলছে আবার মোদি। রবিবার ভোট দিয়ে মোদি মায়ের আশির্বাদ নিয়ে আসেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.