অসমের ইতিহাসে সর্বপ্রথম অসম ক্যাবিনেট বৈঠক বসলো গান্ধী মণ্ডপের পাহাড়ে
অমল গুপ্ত ,গুয়াহাটি: অসম সরকারের ক্যাবিনেট কমিটির বৈঠক বসে গান্ধী মণ্ডপের পাহাড়ের চূড়ায় । চেয়ার টেবিল নয় সব মন্ত্রী বসেন মেঝেতে , মহাত্মা গান্ধীর প্রতিমূর্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেটে পৌ রোহিত্য করেন বৈঠকে
রাজ্যের উন্নয়নের নানা প্রকল্প ঘোষণা করা হল। সাফাই কর্মচারী আয়োগ গঠন , বিটিসি কে৩৬০ কোটি টাকা কিস্তি ,গান্ধী মণ্ডপ কে সাজিয়ে লাইট এন্ড সাউন্ড চালু ,১৬২ টি নতুন থানা ভবন নির্মাণ ১৯৮৫ সালের পর শহীদ হওয়া পুলিশ কর্মীকে সরকারি চাকরি , আদরনি কর্মসূচি কে বাদ দিতে গর্ভবতী মহিলাদের ৭০০টাকা করে অনুদান।প্রভৃতি সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । অসম সরকার ৫ডিসেম্বর থেকে ১৯ডিসেম্বর পর্যন্ত বিকাশ পক্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে।প্রতি জেলাতে ৮০০কোটি থেকে হাজার কোটি উন্নয়নে ব্যয় করা হবে। ১৫দিনে ১৫০০০ টাকা খরচ করা হচ্ছে।গতকাল মুখ্যমন্ত্রী বনগাঁওগাঁযে ৭০০কোটি টাকা খরচ করে তারকাগ্রহ উন্মোচন করেন।আজ তামূলপুরে ৬৮৬ কোটি টাকা ব্যয় করে মেডিক্যাল কলেজ স্থাপনের সূচনা করেন
২৪৭কোটি টাকা ব্যয় করে পাগলা নদী সহ তিনটি নদীর সেতু নির্মাণের সূচনা করেন। বিটি আর অবরো জনগোষ্ঠী বিহারি, অসমীয়া , বাঙালি র জমির অধিকার সুনিশ্চিত করে বন্দুক ছেড়ে হাতে পেন কলম তুলে নেওয়ার আহবান জানান। আজ বিশিষ্ট সাহিত্যিক হোমেন বড়গোহাই এর ৯১ তম জন্ম তিথি তে ২৩ জন সাহিত্যিক কে পেনশন দেওয়ার ব্যবস্থা করে। কলাক্ষেত্রে শিক্ষা মন্ত্রী রোনজ পেগু সম্মানিত অতিথি ননীগোপাল মহন্ত ফনিন্দ্র কুমার দেব চৌধুরীর উপস্তিতিতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই