Header Ads

জোরহাটে বাঘের আক্রমণে ৫জন আহত, ঘুম পাড়ানি গুলি ব্যর্থ হল মৃত্যু হল বাঘের

নয়া ঠাহর,গুয়াহাটি;জোরহাট রেন  ফরেস্ট এ  চিতা বাঘের আক্রমণে ৫জন আহত।বন কর্মী ঘুম পাড়ানি গুলি   ছুঁড়ে ও  অজ্ঞান করতে পারেনি।এই ফরেস্ট দুটি বাঘ আক্রমণ করে। এই  জঙ্গলে বেশ কয়েকটি চিতা বাঘ আছে।   মা কন্যা আর তিন জন বন কর্মী গুরুতর আহত হয়েছে।  বন বিভাগ বলেছে ঘুম পাড়ানি  গুলি করার চেষ্টা ব্যর্থ হয়েছে। দুবার চেষ্টা করা হয়।চিতা বাঘ টি এক গাড়িতে লুকিয়ে  ছিল। রেন ফরেস্ট কুকুর গুলিকে আক্রমণ করে খেয়ে ফেলে। গুয়াহাটি উমানন্দ মন্দিরে এই রয়েল বেঙ্গল টাইগার লুকিয়ে ছিল।তাকে ঘুম পাড়ানি  গুলি ছুঁড়ে ধরা হয়
 প্রকৃতি প্রেমী কুশল  কোয়র শর্মা বলেন অসমে ব্যাপক হারে জঙ্গল ধ্বংসের ফলে  হাতি বাঘ সব লোকালয়ে হানা দিচ্ছে।পরে বাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়লে চিতা বাঘ টি গুরুতর আহত হয়। আজ তার  অপারেশন হয়।কানের কাছে  গুলি লাগে। বাঁচার সম্ভবনা নেই বলে জানা  গেছে। ঘুম পাড়ানি গুলি ব্যর্থ হল ,বাঘ টি মারা যায়। কাজিরাঙা পশু চিকিৎসা শিবিরে এই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে হাতি মানুষের  সংঘাত তীব্র হয়েছে।নুমলিগর ,মানকাচার  অঞ্চলে বুনো হাতি ঘর  বাড়ি ভাঙ চুর করে। মানস   বনাঞ্চলে আজ একটি গন্ডার পর্যটক দের তাড়া করে।  কাজিরাঙা তে ও হাতি তাড়া  করে পর্যটক দের। আজ এক চোরা  শিকারি কে গ্রেফতার করা হয়েছে। ডিব্রুগরে  এক বাঘের আক্রমনে দুজন আহত হয়েছে।বাঘটিকে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু করা হয়।











কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.