চিনে একদিনে ৩কোটি ৭০লাখ করোনা সংক্রমণ ,তবুও চিন তথ্য প্রকাশ বন্ধ করে দিয়েছে
নয়া ঠাহর,গুয়াহাটি: চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে চলতি সপ্তাহে এক দিনে কম পক্ষএ ৩কোটি ৭০লাখ মানুষ সংক্রমিত হয়েছে। আমেরিকা সংবাদ সন্থা জানিয়েছে চিন প্রকৃত তথ্য লুকাচ্ছে। বলেছে ডিসেম্বর মাসের ২০দিনে ২৪কোটি ৮০লাখ মানুষ করোনা সংক্রমনে আক্রান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত বেতার বার্তায় দেশ বাসীকে সতর্ক করে মাস্ক পড়া হাত ধোয়া , স্যানিটাইজ ব্যবহার ,সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন।








কোন মন্তব্য নেই