দেশে করোনা সংক্রমণ হ্রাস পেলেও চিনের আতঙ্ক তাড়া করছে
নয়া ঠাহর, গুয়াহাটি: দেশে করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও চিনের ভয়াবহ সংক্রমণ দেখে সবাই ভয় পাচ্ছে।এই চিনেই উহান প্রদেশের এক মাংস বাজার থেকে বিশ্বে সংক্রমণ ছড়িয়ে ছিল। উহানের জীবাণু পরীক্ষাগার থেকে এই রোগ বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। চিন সব তথ্য গোপন করছে। ভারতের গত ২৪ ঘন্টায়২২৭ জন আক্রান্ত হয়েছে ,সুস্থ হয়েছে১৯৯জন,মৃত ১জনএক্টিভ রোগী৩৪২৪জন।অসম, বঙ্গে একজনেরও মৃত্যুর খবর নেই। কেন্দ্র দেশের সব রাজ্যকে সতর্ক ও সাবধান করে দিয়েছে। মাস্ক পড়া হাত ধোয়া ,সব হাসপাতালে অক্সিজেন ভেন্টিলেটর যোগান রাখার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত বেতার বার্তায় দেশ বাসীকে সতর্ক করে দিয়েছেন।








কোন মন্তব্য নেই