কলকাতায় কত্থক ও বাউল গানের মনোজ্ঞ অনুষ্ঠান
*ধ্বনীর কত্থক নৃত্য ও বাউল গানের মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত*
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা :
শেক্সপিয়ার রোডের বিখ্যাত কলামন্দির অডিটোরিয়ামে সম্প্রতি এক কত্থক নৃত্য ও বাউল গানের অনুষ্ঠান সন্ধ্যা সংস্কৃতিমনস্ক সবাইকে মুগ্ধ করে। দিল্লির ধ্বনী নৃত্য গোষ্ঠীর পরিচালক ও প্রখ্যাত নৃত্যশিল্পী ভাস্বতী মিশ্র বহুদিন পর দেশের সাংস্কৃতিক রাজধানীতে এক মন মাতানো একক নৃত্য পরিবেশন করেন। মনোরম অনুষ্ঠানটিতে খ্যাতনামা শিল্পী পার্বতী বাউলও নিজের কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে দেন।
শুক্রবারের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পচিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যাবিনেট মন্ত্রী জনাব গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বাগত জানান খ্যাতনামা আন্তর্জাতিক সাংবাদিক ও ধ্বনীর সম্মানিক জাতীয় উপদেষ্টা রত্নজ্যোতি দত্ত। মন্ত্রী রব্বানী পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা সম্পর্কিত বিষয়গুলির দায়িত্বে আছেন। রব্বানী নামি নৃত্যশিল্পী ভাস্বতী মিশ্রের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। কত্থকের নৃত্যপ্রেমীরাও অনুষ্ঠানে নৃত্য ও কল্পনার চমৎকার সামঞ্জস্য দেখতে পেয়েছেন।








কোন মন্তব্য নেই