Header Ads

৪৬বছর পর অসমে সীমা নির্ধারণ শুরু হবে

নয়া ঠাহর ,গুয়াহাটি: অসমে ২০০১সালের জনগণনার ভিত্তিতে ১২৬বিধানসভা আর১৪টি লোকসভার সীমা নির্ধারণ হবে। এর আগে১৯৭৬সালে অসমে সীমা নির্ধারণ হয়েছিল।   অসমে  হিন্দু মুসলিম ভোটারদের মধ্যে ভারসাম্য আনার লক্ষ্যে এই কাজ করা হবে ।২০বছর পুরনো জনসংখ্যার ভিত্তিতে ডিলি মিটেশন বা সীমা নির্ধারণের সিদ্ধান্ত র বিরোধিতা করেছে বিরোধী দল গুলো। ২০০৭সালের খসড়ার ভিত্তিতে হলে রাজ্যে ৩৯টি বিধানসভার নতুন নাম হবে।  লোকসভা কেন্দ্র ও বদল হবে ।করিমগঞ্জ র বদলে শিলচর লোক সভা কেন্দ্র এস সি হবে ।কোকরাঝড়ে র বদলে লখিমপুর লোক সভা কেন্দ্র এস টি হবে।২০০১সালের জনগণনার ভিত্তিতে হচ্ছে, নতুন প্রশাসনিক কাঠামো গড়া যাবে না। আসু দাবি করেছে খিলনজিয়ার প্রভুত্ব রক্ষা করে  এই সীমা নির্ধারণ করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.