মুসলিম মহিলাদের বার্তা :ইমাম বানানোর জন্যে সন্তানের জন্ম দেবেন না :হিমন্ত বিশ্ব শর্মা
নয়া ঠাহর,গুয়াহাটি: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ বদরুদ্দিন আজমলের তীব্র সমালোচনা করে বলেন ইমাম ,জনাব বানানোর জন্য সন্তানের জন্ম দেবেন না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানান তার ব্যবস্থা করুন আর্থিক সাহার্য্য দেন। শুধু জন্ম দিলে সমাজ ধ্বংস হবে। ওপর দিকে বদরুদ্দিন আজমল বলেন হিন্দু পুরুষ ৪০বছর পর্যন্ত বিয়ে করেন না, অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে। যার জন্য সুস্থ সবল সন্তানের জন্ম দিতে পারেন না হিন্দু যুবকেরা। এই মন্তব্য র পর রাজ্যে ঝড় উঠেছে। বদরুদ্দিন ক্ষমা চেয়েছেন। তবুও পরিস্থিতি ঠান্ডা হয় নি।
কোন মন্তব্য নেই