Header Ads

রূপ হি হাটে কুখ্যাত ডাকাত পুলিশের জালে

রূপহীহাটে পুলিশের জালে কুখ্যাত ডাকাত ইন্তাজ আলী। উদ্ধার পিষ্টল, একটি মেগনিজ এবং চারটি জাই সজীব গুলি।
সুনীল রায় নগাঁও ২৭ডিসেম্বর :-রূপহীহাট পুলিশ থানার অন্তর্গত কাঞ্চনপুর হতে পিষ্টল সহ ডাকাত গ্ৰেপ্তার হ ওয়া ঘটনাতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।রূপহীহাট পুলিশ থানার বিষয়া সঞ্জিত কুমার রায়ে এক গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাঞ্চনপুরে ডাকাতের বিরুদ্ধে চলায় অভিযান। পুলিশের অভিযানে জালে পরে কুখ্যাত ডাকাত ইন্তাজ আলী।রূপহীহাট পুলিশে কাঞ্চনপুরে মা হোটেল হতে গ্ৰেপ্তারকরে ডাকাতটিকে।ডাকাতটির কাছ থেকে পুলিশে রাছিয়াতে নির্মিত একটি পিষ্টল, একটি মেগজিন, চারজাই সজীব গুলি এবং একটি ম'বাইল হেন্ডছেট জব্দ করে।ধৃত ডাকত ইন্তাজ আলীর ঘর নগাঁও কাতিমারীতে। পুলিশে অধিক তথ্যের জন্য ডাকাতটিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.