Header Ads

মহানগরে পুলিশের নাকা তল্লাশিতে একজন ড্রাগস সরবরাহকারী আটক

 


গুয়াহাটি মহানগরের ভগদত্তপুর পুলিশের বৃহৎ সফলতা। কুখ্যাত ড্ৰাগছ সরবরাহকারী হাসেন মকিবুল ইসলামকে আজ পুলিশ গ্ৰেপ্তার করেছে। হাসেন মহানগরের বিভিন্ন স্থানে ড্ৰাগস সরবরাহ করে আসছিল।কাহিলিপারার জোনাকী নগরের পূবেরুণ পথের কাছেই পুলিশের নাকা তল্লাশিতে দক্ষিণগাঁওয়ের হাসেন মকিবুল ইছলাম ধরা পরে। জানা গেছে পুলিশ হাসেনকে আগেও কয়েকবার গ্রেফতার করেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.