ঢেকিয়াজুলিতে এসিড আক্রমণের প্রথম ঘটনা ঘটল
ঢেকিয়াজুলীতে এসিডের ঘটনা, আসামি এখনো পলাতক.....
স্টাফ রিপোর্টার , শোণিতপুর 27 ডিসেম্বর: প্রায়ই যখন ছেলেরা প্রেমে প্রতারিত হয় বা তাদের প্রেমে ঝগড়া হওয়া আরম্ভ হয় কিংবা বিশেষ করে ছেলেরা সেই মেয়েটিকে পায় না, তখন ছেলেরা বিপরীত মনো ভাব নিয়ে সেই মেয়েটির চেহারা নষ্ট করার চেষ্টা করে। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ঢেকিয়াজুলীতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে একই এলাকার বাসিন্দা দিব্যা সিংকে পছন্দ করত ঢেকিয়াজুলি রাক্ষসমারীর বাসিন্দা বাসু কর। কিন্তু গত কয়েকদিন ধরে দুজনের মধ্যে ঝগড়া চলছিল, যা বাসু সহ্য করতে পারেনি এবং গতকাল দিব্যাকে ঢেঁকিয়াজুলি শহরে একা পেয়ে বাসু নির্মমভাবে তার মুখে অ্যাসিড ছিটিয়ে পালিয়ে যায়। বর্তমানে দিব্যা তেজপুর সুখদা নার্সিং-এ চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসকের মতে, এই ঘটনায় দিব্যা ১৫ শতাংশ পুড়ে গেছে। তবে এই অ্যাসিড কাণ্ডে দিব্যার মুখ বেঁচে গিয়েচছে যদিও দিব্যা তার কাঁধে এবং গলার নীচে আঘাত পেয়েছে , বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন । অন্যদিকে স্থানীয় লোকজন বাসুর বাড়ি ঘেরাও করে যত দ্রুত সম্ভব তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তবে বাসু এখনও পলাতক এবং পুলিশ তাকে তালাশ করছে। বরপেটা তেওঁ একই ঘটনার খবর পাওয়া গেছে।








কোন মন্তব্য নেই