Header Ads

অসমে হত্যাকান্ড অভিযুক্ত কে কেরালা তে আটক

হত্যাকান্ডে জড়িত অভিযুক্তকে কেরেলাতে আটক।
সুনীল রায় নগাঁও ৩০ডিসেম্বর:-নগাঁও জেলার জুরীয়াতে সংঘটিত এক হত্যাকান্ডের সাথে জড়িত এক অভিযুক্তকে গতকাল নগাঁও পুলিশে কেরেলা হতে আটক করতে সক্ষম হয়। পুলিশে আটক করা অভিযুক্তটির নাম আজিমুল ইসলাম।হত্যাকান্ড সংঘটিত করে আজিমুল‌ ইসলামে কেরেলাতে পলায়ন‌ করেছিল। উল্লেখ্য যে গত ২১ডিসেম্বর রাত্রে জুরীয়া থানার অন্তর্গত গরৈমারীতে মহিদুল ইসলাম নামের একজন ৩২বছরের যুবকে র হত্যাকান্ড সংঘটিত হয়। উল্লেখ্য যে মহিদুল ইসলামকে হত্যাকান্ড সংঘটিত হ ওয়ার পরে আজিমুলে নগাঁও হতে বাছেরে কেরেলাতে পলায়ন করে।আন্যদিকে নগাঁও পুলিশে অভিযুক্ত আজিমুলে বাছে কেরেলাতে পলায়ন করার তথ্য লাভ করে। জেলার অপরাধ নিয়ন্ত্রণ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রূপজ্যোতি কলিতায় কেরেলা পুলিশের সহায়তায় প্রদেশ টির এরেনাকুলাম জেলার পেরেম্বাপুরের হতে গতকাল আজিমুল কে আটক করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.