দিল্লি পুর কর্পোরেশোনে আম আদমি পার্টি 133 টি আসনে জয়লাভ করে রেকর্ড গড়ে
নয়া ঠাহর ,দিল্লি: ১৫ বছর পর দিল্লি পুর নির্বাচনে বিজেপির হাত ছাড়া হল। আম আদমি পাটি ১৩৩টি আসন পেয়ে দখল করলো। বিজেপি পেয়েছে ১০৪ টি আসন কংগ্রেস পেয়েছে ৮টি আসন। দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুর করপোরেশন সুষ্ঠ ভাবে চালাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। এই জয় কে সব দলের জয় বলে আখ্যা দিয়েছেন।
কোন মন্তব্য নেই