Header Ads

দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক নয়

নয়া ঠাহর,গুয়াহাটি: দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক নয়  দেশবাসী সতর্ক।গত ২৪ঘন্টায় মাত্র১৫৬জন আক্রান্ত হয়েছেন ।মারা যাওয়ার খবর নেই।তবে বিদেশ থেকে আসা চার বিমান যাত্রীর পজিটিভ ধরা পড়েছে। দেশজুড়ে মহড়ার দিন ভারত  বায়োটেক চেয়ারম্যান কৃষ্ণ এলা  নাকে দেওয়ার টিকা র দাম ঘোষণা করেন যা বুস্টার ডোজ হিসাবে ব্যবহার হবে।ইনকোভ্যাক নামেএই টিকা জানুয়ারির শেষে থেকে বাজারে আসবে।দাম পড়বে  ৫শতাংশ জি এস টি নিয়ে৮০০টাকা যা বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে প্রায় ৮৪০টাকায়, সরকারি হাসপাতালে৩২৫টাকায় মিলবে  ইন্ত্রা নেজাল ভ্যাকসিন। চিনে অমিক্ৰনের নতুন উপজাতি বি এ৫,২,১,৭প্রবল গতিতে এগোচ্ছে।ভারত সরকারও প্রস্তুত মোকাবিলা করার জন্যে।অসমে  জানুয়ারি থেকে  নতুন করে এস ও পি জারির চিন্তা চর্চা চলছে। তবে চিনের নয়া  ভ্যারিয়েন্ট  এর মারন ক্ষমতা নেই বলে আই সিএম আরের গবেষক ডাক্তার সমীরণ পান্ডা দাবি করেছেন।  ৬টি দেশ থেকে  বিমানে আসা যাত্রীদের আর টি -পি সি আর টেস্ট    বাধ্যতামূলক করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.