Header Ads

বিশিষ্ট গল্পকার ডঃ প্রণবজ্যোতি ডেকাকে 2022 সালের আসাম প্রকাশনা পরিষদ সাহিত্য পুরস্কার প্রদান

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি:  12 দিনের আসাম বইমেলা আগামীকাল থেকে জানুয়ারি পর্যন্ত চানমারিতে অনুষ্ঠিত হবে আসাম প্রকাশনা পরিষদ এবং অল আসাম বই প্রকাশক ও বিক্রেতা সমিতি যৌথভাবে আসাম বই মেলার আয়োজন করে হয়েছে।

মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বাইরে থেকে 150টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। বইমেলায় তিন শতাধিক দোকান থাকবে এর মধ্যে রয়েছে দিল্লির 10টি, কলকাতার 17টি, মুম্বাইর একটি, ঝাড়খন্ডের একটি এবং ঢাকার 11টি প্রকাশনা সংস্থা। বুধবার এক সংবাদ সম্মেলনে নগরীর প্রকাশনা পরিষদের সম্পাদক প্রমোদ কলিতা এ তথ্য জানান। আসাম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। বইমেলার উদ্বোধন করবেন ইন্দোনেশিয়ার পরিবেশবাদী কবি তারা নউচন্তরা উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের শিক্ষা বিভাগের উপদেষ্টা ড. ননীগোপাল মোহন্ত এবং সম্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট সাহিত্য সমালোচক ড. গোবিন্দ প্রসাদ শর্মা। ভাষা, সাহিত্য ও সমাজজীবনের নানা বিষয়ে আলোচনার সমন্বয়ে প্রতিদিন বইমেলা অনুষ্ঠিত হবে। 

বইমেলার দুটি হলের নাম 'জোনাকি' ও 'আওয়াহান'। মেলায় সাত সারি বইয়ের স্টলও থাকবে। প্রতিটি সারি সাহিত্যিক ব্যক্তিত্বের সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে যারা এই বছরে আমাদের মাঝ থেকে অদৃশ্য হয়ে গেছে। 2022 আসাম প্রকাশন পরিষদ সাহিত্য পুরষ্কারগুলি 2022 আসাম প্রকাশন পরিষদ সাহিত্য পুরস্কারের বিজয়ীদেরকে প্রদান করা হবে৷ এ বছর রাজ্যের বিশিষ্ট গল্পকার ডঃ প্রণবজ্যোতি ডেকাকে এই পুরস্কার প্রদান করা হয়। বান্ধব প্রকাশন থেকে প্রকাশিত তার 'বেস্ট স্টোরি বাই ডাঃ প্রণবজ্যোতি ডেকা' বইটির জন্য পুরস্কার বিজয়ীকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে রয়েছে লেখকের জন্য 5 লক্ষ টাকা এবং একটি উদ্ধৃতিপত্র এবং একটি বইয়ের প্যাকেজ এবং প্রকাশকের জন্য 3 লাখ টাকা একটি উদ্ধৃতিপত্র এবং একটি বইয়ের প্যাকেজ সহ। এবারের পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচটি বই  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বই প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্পাদক ধীরাজ গোস্বামীসহ একাধিক কর্মকর্তা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.