Header Ads

কান্দির ঝড় নাট্য উৎসব উদ্বোধন করেন উৎপল দত্ত কন্যা বিষ্ণু প্রিয়া দত্ত

নয়া ঠাহর ,কলকাতা:  মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের  প্রখ্যাত ঝড়  নাট্য গোষ্ঠীর  নাট্য  উৎসব  আনুষ্ঠানিক ভাবে   উদ্বোধন করেন দেশের  বিশিষ্ট নাট্যকার উৎপল দত্তের কন্যা  বিষ্ণু প্রিয়া দত্ত। ২৫ডিসেম্বর থেকে কান্দি রামেন্দ্র সুন্দর  হলে শুরু হয়েছে। সারা দেশের বেশ কয়েকটি  নাট্য গোষ্ঠী অংশ গ্রহন করেন বলে ঝড় নাট্য গোষ্ঠীর পুরোধা পঞ্চানন দাস জানান।এই উৎসবে বিশিস্ট সমাজ কর্মী অশোক গুপ্ত ,প্রভাত কর এর                         


প্রতি সম্মান জানানো হয়।   প্রতিকৃতিতে মালা পড়ানো হয়। কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎপল কন্যা  কান্দির ঝড় নাট্য গোষ্ঠীর প্রশংসা করে বলেন এক  মফস্বল শহর থেকে ২৫বছর থেকে  নাট্য উৎসব করা সহজ কথা নয়।তিনি পঞ্চানন দাস কে নাট্য আন্দোলের পথিকৃৎ বলে  বর্ণনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.