অসম থেকে ১৪২ টি হাতি বাইরে পাঠানো হয়েছে একটিও ফিরে আসেনি
নয়া ঠাহর,গুয়াহাটি:সদ্য অনুষ্ঠিত বিধানসভায় বিরোধী দলপতি দেবব্রত সাইকিয়ার এক প্রশ্নের জবাবে বন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী জানান অসম থেকে ২০০৬ সাল থেকে ১৪২হাতি বাইরে পাঠানো হয়েছে তার একটিও ফিরে আসেনি। দক্ষিণ ভারতে পাঠানো জয়মালা নামে এক হাতির ওপর অকথ্য অত্যাচারের খবর পেয়েও সরকার উপযুক্ত ব্যবস্থা নেয় নি বলে অভিযোগ।








কোন মন্তব্য নেই