অতিশীঘ্ৰে কাৰ্যকরী হতে চলেছে সিগন্যাল লাইটে কেমেরার চালান
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: যে কেউ যাতে সুরাপান করে গাড়ী না চালায়। লাইসেন্স ছাড়া, তীব্ৰ গতিতে, বাহন চালাতে সিটবেল্ট ব্যবহার করাটা জরুরি। ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মদ্যপান করে গাড়ি চালকদের বিরুদ্ধে মোট ৩৭৫টি কেস দাখিল করা হয়েছে।
DCPর কঠোর নিৰ্দেশ অনুযায়ী শপিংমল, বার, হোটেল, রেস্তোরাগুলিতে পৰ্যাপ্ত পরিমাণে লাইট এবং CCTV সহ বিশেষ করে পাৰ্কিংগুলিতে CCTV লাগাতে লাগবে।
পিকনিক স্পটে মদ বিক্রি করা চলবে না। একই পরিবারে একাধিক গাড়ি থাকে তবে সেই পরিবার বাড়ি থেকে একটিই গাড়ি বের করতে পারবেন।
সকলকে লেন ড্ৰাইভিং করে গাড়ী চালানোর জন্য আহ্বান। অতিশীঘ্ৰে কাৰ্যকরী হবে সিগন্যাল লাইটে কেমেরার চালান।
.jpeg)








কোন মন্তব্য নেই