Header Ads

করোনার অপর আতঙ্ক

করোনা...করোনা...করোনা...আতঙ্কের আরেক নাম হয়ে পড়েছে করোনা...!!!!
পিন্টু রায়, শোণিতপুর 30 ডিসেম্বর: চাঁদের পর মানুষ মঙ্গল গ্রহে পৌঁছানোর চেষ্টা করছে, এর পাশাপাশি সারা বিশ্বের বিজ্ঞানীদের দল প্রতিনিয়ত অন্যান্য গ্রহ এবং নক্ষত্রপুঞ্জ সম্পর্কে তথ্য পেতে নিযুক্ত রয়েছে। মহাবিশ্ব সম্পর্কে নতুন তথ্য পেতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। বিশ্বের অনেক দেশ নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রেও অনেক সম্মান পেয়েছে । কিন্তু  দুঃখ ও পরিতাপের বিষয় যে, এই সময়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোও করোনা নামক ভাইরাসের সামনে শুধু অসহায়ই নয়, এর সামনে নতমস্তক হয়ে পড়েছে । যে গর্ত খনন করেছে, সে নিজেই এখন সেই গর্তে পড়ে মরতেছে সেটা আলাদা কথা। যদিও এই সময়ে চীনের পরিস্থিতি খুবই নাজুক হয়ে উঠেছে, চীন বর্তমান খুব অসহায় হওয়ার পাশাপাশি এই ভাইরাসের কাছে আত্মসমর্পন করার মতো হয়ে পড়েছে। তবে আমাদের কখনই ভুলে যাওয়া উচিত নয় যে এই ভাইরাসে জানেনা যে কে বন্ধু এবং কে শত্রু। প্রাপ্ত তথ্যমতে, এই সময়ে বিশ্বের প্রায় সব দেশই চীনের অবস্থা দেখে হাসছে এবং মনে অনুভব করছে যে অন্যের জন্য তৈরী করা বিপদ  নিজের জন্যই ভয়াবহ হয়ে পড়েছে। লক্ষণীয় কথাটি হোল যে 2019 থেকে এখন পর্যন্ত, অর্থাৎ তিন বছরে বিশ্বের অগ্রগতির গতি প্রায় 50 শতাংশ বা তারও কম হ্রাস পেয়েছে। তথ্যমতে, সমস্ত উন্নত দেশে অগ্রগতির গতিতে কিছুটা উন্নতি ছাড়াও করোনার ঘটনায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, কিন্তু এখন হঠাৎ করে চীনে করোনার তাণ্ডব দেখে হতবাক গোটা বিশ্ব। পরিতাপের বিষয় একদিকে বিজ্ঞানীরা যেখানে মঙ্গল গ্রহে পৌঁছানোর কথা ভাবছেন, অন্যদিকে তিন বছরেও তারা করোনার মতো ভাইরাস থেকে পুরোপুরি মুক্তির ঔষধ খুঁজে পাচ্ছেন না। একদিকে যেখানে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে, অন্যদিকে করোনার কারণে গৃহহীন হওয়া ছাড়াও শেষকৃত্য থেকেও মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হোল যে যদিও এখন পির্যন্ত করোনার থেকে বেঁচে থাকার কোনো ঔষধ বের হয়নি, কিন্তু এই ভাইরাসটিকে না ছড়িয়ে পড়ার ঔষধ আমাদের কাছেই আছে। সেই ঔষধটি হোল সবাই সতর্ক থাকার পাশাপাশি কেন্দ্র অথবা রাজ্য সরকার দ্বারা জারি করা এস অ পি সম্পূর্ণ ভাবে মেনে চলা । শোণিতপুর জেলার সচেতন জনতা এবং বুদ্ধিজীবী লোক গোটা বিশ্বকে অনুরোধ করেছে যে এই মহাবিপদ থেকে বেঁচে থাকার উপায় শুধু আমাদের হাতেই আছে, যদি আমরা সবাই নিজের মর্জি হিসেবে না চলে করোনার সমস্ত নিয়ম এবং সরকার দ্বারা তৈরী করা এস অ পি মেনে চলা হয় তবে এই মহাবিপদ কে সীমাবদ্ধ করে রাখতে সফলতা পাওয়া যাবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.