লামডিঙে গুলি চালনা রেল কর্মচারী গুরুতর আহত, গ্রেফতার নেই
নয়া ঠাহর ,লামডিং :অচিনাক্ত দূৰ্বৃত্তই লোকজনর ওপরে পরপর দুইটা গুলী চালিয়ে পলায়ন করে ।
গুলীবৃদ্ধ হওয়া লোকজনের নাম তরুন চক্ৰবৰ্তী
লামডিঙ শিমলুতলাতে সংঘটিত হয় এই ভয়ংকর ঘটনা
উল্লেখ যে আহত হওয়া ব্যক্তিজনের ঘড়ের সামনে বসে থাকা অবস্থাতে স্কুটিতে অসা দুজন আরোহীয়ে গুলীকরে পালিয়ে যায়
তাৎক্ষণিক ভাবে লামডিঙ রেল চিকিৎসালয়ে অনা হয়েছিল যদিও তার মাথা এবং গলাতে গুলীবিদ্ধ হওয়ায় অতি শংকটজনক অবস্থাতে উন্নত চিকিৎসার জন্য গুবাহাটীতে প্ৰেরণ করা হয় বলে জনান চিকিৎসকে।
অন্যদিকে রাতে লামডিংয়ে উপস্থিত হয়ে সমগ্ৰ ঘটনার বুজ নেন হোজাই জিলার পুলিশ অধীক্ষক এবং লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্ৰ ।(সৃবপন দাস লামডিং)লামডিং সিমুলতালার এক মিষ্টির দোকানে চা খেয়ে পাশে ড্রেনে প্রসাব করার সময় গুলিবিদ্ধ হন , পাশে বিয়ে বাড়ির পটকা র শব্দে গুলি ঢাকা পড়ে যায় বলে অনেকের অভিযোগ।এরআগে গরিব ছাত্রী হত্যা ধরা খুনি ধরা পড়লো না।
কোন মন্তব্য নেই