অসমে আজ শহীদ দিবস উদযাপন, সুদূর গোয়া তেও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনওয়াল শহীদ তর্পণ করেন
নয়া ঠাহর , অসমে ১০ডিসেম্বর রাজ্য জুড়ে শহীদ দিবস পালন করা হয়। এমন কি গোয়ার পানাজি তে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনওয়াল শহীদ তর্পণ করেন।গোয়ার অসমীয়া সোসাইটি এই আয়োজন করেছিল। খড়্গেসর তালুকদার রাজ্যের প্রথম শহীদ হয়েছিলেন আজকের দিনে। ৬০০এর বেশি শহীদ কে স্মরণ করার জন্যে আসু সহ অন্যান্য সংগঠন দিবসটি মর্য্যাদা র সঙ্গে পালন করে
কোন মন্তব্য নেই