Header Ads

বাণী কান্ত কাকতি মেধা পুরস্কার প্রদান

,,নগাঁওতে ড০ বাণীকান্ত কাকতি মেধা বঁটা প্রদান বিধায়ক রূপক শর্মার।
রাজ্যের ভিতরে সর্বাধিক স্কুটি লাভ নগাঁও জেলাতে।
সুনীল রায় নগাঁও ৯ডিসেম্বর :- ছাত্র ছাত্রী দের জ্ঞান অন্বেষণের যাত্রা সুগম করে তুলার উদ্দেশ্যে আসাম সরকারে উচ্চ শিক্ষা বিভাগে রূপায়ন করা ড০ বাণীকান্ত কাকতি মেধা বঁটার অংশ রূপে শুক্রবারে নগাঁওতে মেধাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের স্কুটী প্রদান করা হয়।প্রজ্ঞান ভারতী আঁচনির অধীনে ২০২২বর্ষের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষাতে৭৫শতাংশ বা ততাধিক নম্বরপ্রাপ্ত নগাঁও জেলার ছাত্র- ছাত্রীদের স্কুটী সমূহ বিতরণ করা হয়।নগাঁওয়ের বেবেজীয়ার " গণপতি হিরো " নামের দুই চাকা বাহনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়োজন করা এক অনুষ্ঠানে স্কুটী বিতরণের কার্য্যসূচীর শুভারম্ভ করে বিধায়ক রূপক শর্মায় ।নগাঁও জেলার পরিবহন বিষয়া সুনীল বরা, নগাঁও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড,০ শরৎ বরকটকীছাড়াও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিউপস্থিত থাকা এই অনুষ্ঠানে বিধায়ক রূপক শর্মায় সমগ্ৰরাজ্যের ভিতরে নগাঁও জেলাতে সর্বাধিক বোঁটা প্রাপকে ছাত্র - ছাত্রী আছে বলে সংবাদ মাধ্যমের সামনে উল্লেখ করে।ছাত্রীসকলের জন্য লাল এবং ছাত্রর সকলের জন্য নীল রঙের স্কুটি বঁটাহিসাবে দেওয়া হয়।নগাঁও জেলাতে সর্বাধিক প্রায় ৩৫০০ ছাত্র- ছাত্রীরা এই আঁচনির মাধ্যমে লাভাম্বিত হবে বলে জানতে পারা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.