জাফার মন মাতানো সফল পুরস্কার বিতরণ সমারোহ
হিউয়েন সাং অসমের সাংবাদিকতা নিয়ে লিখে গেছেন :বিশ্বজিৎ দৈমারী
নয়া ঠাহর, গুয়াহাটি : জার্নালিস্ট এসোসিয়েশন ফর আসাম (জাফা)গ্রাম অসমের অবহেলিত সাংবাদিকদের পুরস্কার প্রদান করে উৎসাহ যোগাল। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান থাকা ব্যক্তিদের ও পুরস্কৃত করা হল। গুয়াহাটি মহানগরে দিসপুর প্রেস ক্লাবের উদ্যোগে এত বড় জাফার অনুষ্ঠানের নজির নেই। সম্পাদক কুঞ্জ মোহন রায়, সভাপতি অভি দ্বীপ চৌধুরীর একান্ত উৎসাহে আয়োজিত এই অনুষ্ঠানে বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী সাংবাদিকদের অবদানের কথা স্বীকার করে বলেন সাংবাদিক রা আমৃত্যু রাজ্যের উন্নয়নের লক্ষ্যে বার্তা দিয়ে যান । বলেন, হিউয়েন সাঙ্গের অসম ভ্রমণ এর সময় সাংবাদিক দের উজ্জ্বল ভুমিকার কথা জানা গিয়েছিল। সমাজসেবী সংকর দাস সাংবাদিকদের গুরু দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। অভিনেত্রী চেতনা দাস ,সংগীত শিল্পী নাহিদা, ভায়োলিন বাদকরা অনুস্থান কে মাতিয়ে তোলেন । সভাপতি চৌধুরী সাংবাদিকদের জীবন বীমা ও আজীবন পেনশন নিয়ে জাফার নিদিষ্ট কর্মসূচির কথা ঘোষণা করেন। ৪৫জন কে পুরস্কার প্রদান করা হয়। অন্য ক্ষেত্রে অবদান থাকা দিসপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জাফার উপদেষ্টা অমল গুপ্ত, বৈকুণ্ঠ গোস্বামী লাং হিন তেরং , নরেন হাজারিকা, প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা সবার হাতে পুরস্কার তুলে দেন
কোন মন্তব্য নেই