Header Ads

সাহিত্য সংস্কৃতি ও আর্ন্তজাতিক কবি মঞ্চের মহাযাত্রা

"সাহিত্য সংস্কৃতি ও আন্তৰ্জাতিক কবি মঞ্চে"র মহাযাত্রা লোহিত-গঙ্গা পেরিয়ে যমুনার দিকে

নয়া ঠাহর প্রতিবেদন, দার্জিলিং ::  আগামী ১৭ই ডিসেম্বর ২০২২এ রাজধানী শহর নতুন দিল্লীর চানক্যাপুরীস্থিত বিশ্ব যুবক কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে হিন্দী খবর কাগজ 'প্রজ্ঞা মেইল' দ্বারা সংগঠিত দ্বিতীয় "বহুভাষিক কবি সম্মিলন এবং সম্মান সমারোহ ২০২২"। 
সে অনুষ্ঠানে অসম বঙ্গের কাব্যিক বর্ণিল আলোক সন্ধানী ও  সম্প্রীতির ধ্বজা হাতে নিয়ে রওনা হচ্ছে বর্তমানে  অনুবাদ সাহিত্যে ব্যুৎপত্তি লাভ করে ভারত ছাড়া  ভিন্ন দেশের প্রান্তে পরিচিতি লাভ‌ করা কাব্যমণি‌ বরার নেতৃত্বে একটি কবি দল। সেখানে স্বনামধন্য মুঠ ৮ জন পুরুষ এবং মহিলা রয়েছে যারা ভিন্ন ক্ষেত্রে কর্মরত এবং ভিন্ন ভাষা ভাষী কবি সাহিত্যিক। 
এই অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন সাংবাদিক রত্নজ্যোতি দত্ত এবং প্রজ্ঞা মেইলের স্বত্বাধিকারী অরুণ কুমার বর্মণ। এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহ ভারতীয় সাহিত্য সংস্কৃতির উত্তরণের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.