Header Ads

নগাঁও বৃহৎ পরিমান মাদক বাজেয়াপ্ত

,,নগাঁওতে বৃহৎ পরিমানের হের"ইন জব্দ:
তিন ড্রাগস সরবরাহকারী গ্ৰেপ্তার ।
সুনীল রায় নগাঁও ২৫ডিসেম্বর :-ড্রাগসের বিরুদ্ধে নগাঁও পুলিশে বৃহৎ সফলতা।বৃহৎ পরিমানের হর'ইন সহ তিন কুখ্যাত ড্রাগস সরবরাহকারীকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয় নগাঁও পুলিশে।নগাঁও শহরের হযবরগাঁও পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়া আভা জ্যোতি রাভার নেতৃত্বে যাওয়া একটি পুলিশের দলে এক গোপন সূত্রে খবরের ভিত্তিতে শহরটির সমীপবর্তী বরভেটিতে রাত্রে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের নিসিদ্ধ ড্রাগস জব্দ করার সাথে তিনজন কুখ্যাত ড্রাগস সরবরাহকারী কে গ্ৰেপ্তার করে। পুলিশে গ্ৰেপ্তার করা ড্রাগস সরবরাহকারী কয়জন হলো - ইসমাইল হুসেইন, লতিফুল সরকার এবং ছহিদুল ইসলাম।ধৃত ইসমাইলের বাড়ী ভকতগাঁত্তে এবং লতিফুল এবং ছহিদুলের বাড়ী জুরীয়া উদমারীতে বলে জানতে পারা যায়। অভিযানের সময়ে পুলিশে ধৃত সরবরাহকারী কযজেনের কাছ থেকে এ এছ ০২একে ২৮৭৮নম্বরের একটি টয়টা প্লেনজা বাহন জব্দ করে।জব্দকৃত হের'ইনগুলির বাজার মূল্য ১৮ লাখ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানতে পারা যায়।সেই হির'ইন গুলি ডিমাপুর হতে ক্রয় করে এনে তিন ব্যবসায়ীরা বহি:রাজ্য কেরেলাতে সরবরাহ করার চেষ্টা করার সময়ে পুলিশে জব্দ করে। সম্প্রতি অধিক তথ্য উদঘাটনের জন্য ধৃত তিন সরবরাহকারী কে হযবরগাঁও থানাতে জিজ্ঞাসা বাদ অব্যাহত রেখেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.