Header Ads

কলিয়াবরের জখলাবন্ধায় পথ দুৰ্ঘটনা, নিহত এক

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কলিয়াবরের জখলাবন্ধায় পথ দুৰ্ঘটনায় নিহত একজন স্কুট চালক। বড়দিনের আনন্দ উল্লাসের মাজে জখলাবন্ধায় সংঘটিত হয় এক শোকাবহ পথ দুৰ্ঘটনায় একজন যুবক থিতাতে নিহত হয় ৷

কলিয়াবরের কুঢ়িমারীর রঞ্জিত দাস (৩০) এ এস ০২ এ জি ০৪৭১ নম্বরের স্কুটিটি জখলাবন্ধা এন আর এল পেট্রোল পাম্প থেকে গৃহাভিমুখী হওয়ার সময় জখলাবন্ধায় দাড়িয়ে থাকা এন এল ০১ এ বি ৫৫৮৬ নম্বরের ট্ৰাকটির পেছনদিকে প্ৰচণ্ড জোরে ধাক্কা লাগার ফলে এই দুৰ্ঘটনাটি সংঘটিত হয়।

৩৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুৰ্ঘটনাতে গুরুতরভাবে আহত যুবকটিকে সঙ্গে সঙ্গে কলিয়াবর মহকুমা অসামরিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক যুবকটিকে মৃত বলে ঘোষণা করেন৷ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.