প্রজেকসেল ফাউন্ডেশন সেরাদের পুরস্কার প্রদান করে
নয়া ঠাহর, গুয়াহাটি :প্রজেক্সেল ফাউন্ডেশন একটি সামাজিক-সাংস্কৃতিক এনজিও উদ্যোগ নিয়েছে সেরা ছাত্র পুরস্কারের প্রথম সংস্করণ প্রজেক্সেল অ্যাসপিসিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড 2022 নামে, শিল্প ও সংস্কৃতি, শিশু শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং আরও অনেক কিছু দের উপর দৃষ্টি নিবদ্ধ করে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যে কোরে স্কুল ও কলেজ থেকে বিভিন্ন ক্ষেত্রের সেরা ছাত্রদের বেছে নিয়ে সেরা ছাত্র দেরকে (Projexel Aspiring Student Award 2022) পুরস্কার দেওয়া হয় গুয়াহাটি প্রেস ক্লাব, আমবাড়িতে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2022 উপলক্ষ্যে, সমস্ত বিজয়ীদের সংবর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্ৰীমতী এমিলি সিনহা (জেনারেল ম্যানেজার CWC), শ্ৰীমতী সুমিতা অধিকারী (প্রিন্সিপাল GEI), শ্ৰীমতী মৌসুমী ভট্টাচার্য (শিক্ষাবিদ), শ্ৰীমতী দেবজানি পাটিকর, শ্রী সুমন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুরষ্কার অনুষ্ঠানের পরে প্রজেক্সেল সদস্যদের কোরাস গান, পিপিএসিএ-র শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন করা হয়। বক্তব্য রাখেন প্রজেক্সেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমতি সীমা পুরকায়স্থ রায়, সহ-প্রতিষ্ঠাতা অভিজিত রায় এবং অতিথিবৃন্দ। এছাড়াও শিশু দিবসের (শিল্প, বক্তৃতা ও অভিনব পোশাক) প্রতিযোগিতার বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ এবং দক্ষতা উন্নয়নে সফল অংশগ্রহণকারীদের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই