বিশিষ্ট ব্যবসায়ী হরিপদ দাসের মৃত্যু
নগাঁওতে বিশিষ্ট ব্যবসায়ী হরিপদ দাসের মৃত্যু।
সুনীল রায় নগাঁও ১০ ডিসেম্বর :- নগাঁও শহরের বিশিষ্ট ব্যবসায়ী তথা খ্রীষ্টানপট্রি নিবাসী হরিপদ দাসের (৮৫) গতকাল রাতে মৃত্যু হয়।নগাঁও শহরের বড়বাজার ব্যবসায়ী সমিতি, নগাঁও শহরের কালীমন্দির কে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সাথে জড়িত দাস বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাম কাজের সাথে জড়িত ছিল। তার মৃত্যুতে নগাঁওয়ের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে গভীর শোক প্রকাশ করার সাথে শোক সন্তপ্ত পরিযাল বর্ঘকে সমবেদনা জ্ঞাপন করে।মৃত্যুর সময়ে তিনি পুত্র , কন্যা সহ বহু আত্মীয় স্থজন রেখে যান।
কোন মন্তব্য নেই