Header Ads

কলিয়াবরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিহত৫

নগাঁও জেলার কলিযাবরে ভয়ংকর সড়ক দুর্ঘটনাতে ৫জন নিহত।
সুনীল রায় নগাঁও ২২নভেম্বর :- নগাঁও জেলার কলিযাবরের হাতীয়ে খোয়াতে গতকাল রাতে সংঘটিত হয় এক ভয়াংকর সডক দূর্ঘটনা।মালবাহী ট্রাক এবং হুন্ডাই আউরা বাহনে মুখামুখি সংঘর্ষের ফলে ৫জন লোক এই স্থানে নিহত হয়।কলিযাবর মহকুমার উলুযনি থানার অন্তর্গত হাতীখোযাতে ৩৭নং রাষ্ট্রীয় মূল সড়কে গতকাল রাত্র  প্রায় ৯-৪৫মিনিটে সংঘটিত হয় এই শোকাবহ সডক দূর্ঘটনাটি।বোকাঘাটের হতে তেজপুর অভিমুখী হুন্ডাই আউরা এবং বিপরীত মুখী একটি মালবাহী ট্রাকের মুখামুখি সংঘর্ষের ফলে শোকাবহ সডক দূর্ঘটনাটি সংঘটিত হয়।দুর্ঘটনাগ্ৰস্ত আঊরা বাহনটির নম্বর এ এছ ০৫কিউ২৬৮৩ নম্বরের ট্রাকটির নম্বর ইউ ২৬৮৩নম্বরের ট্রাকটির নম্বর ইউ পি ৩৭ এটি ২৭৬৫ । দুর্ঘটনার ফলে চারচাকা বাহনটিতে পাঁচজন‌ যুবকের করুন মৃত্যু হয়।ঘটনাস্থলীতে চুলুং এবং উলুযনী পুলিশ উপস্থিত হয়ে নিহত লোক কযজনকেউদ্বারের ব্যবস্থা করে।ঘটনা সংঘটিত করার পরে‌ অবশ্যে ট্রাক টির ড্রাইভার এবং খালাসি পালিয়ে যায়।দূর্ঘটনাটি তে নিহত পাঁচ জন আরোহীর ভিতরে বর্তমান প্রর্যন্ত  তিন জনকে চিনাক্ত করা হয়েছে।চিনক্ত লোককযজন হয়েছে ক্রমে বোকাঘাট কলাখোযার সন্দীপ কুমার পাল (চালক),বোকাঘাট ভূত পারা মৌমাখির বিবেক দাস, বোকাঘাট কলাখোযার সঞ্জয় দাস বলে চিনাক্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.