Header Ads

অসম-মেঘালয় সীমান্তে গুলিচালানা নিহত ৬ ,চেরি ফুলের উৎসব বাতিল

অসম- মেঘালয় সীমান্তে গুলিচালনার ফলে নিহত ৬ , চেরিব্লসম উৎসব বাতিল


ননী গোপাল ঘোষ -- 22 নভেম্বর -- শিলং


মঙ্গলবার অসম- মেঘালয় সীমান্তের মেঘালয়ার পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের মুখরোতে গুলি চালনার জেরে 5 সাধারণ নাগরিক সহ অসমের  এক ফরেস্ট গার্ড নিহত হয়েছেন।

রাজ্যের গৃহমন্ত্রী লাখমেন রিম্বুই ঘটনাস্থলে ছুটে গেছেন । 

এই ঘটনার জেরে সাহিত্য উৎসব সহ চেরি ব্লুসম উৎসব বাতিল করা হয়েছে ।


শিলং সহ রাজ্যের বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায়  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । শিলং শহরের বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়িয়ে দেওয়া হয়েছে । শহরের বাজার এলাকা মঙ্গলবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ।


মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, তিনি পুলিশকে সব স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ।


রাজ্যের বিরোধী দলনেতা ডাঃ মুকুল সাংমাও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সূত্রের খবর । এই রাজ্যে হাজার  হাজার নীলাভ ফুলের গাছ যা  চেরি বলে পরিচিত সারা বিশ্বে।জাপানে এই বিরল অদ্ভুত সুন্দর  নীল ফুল কে কেন্দ্র করে উৎসব হয়।মেঘা লয়েও এই গাছকে কেন্দ্র করে উৎসব হয়।বিদেশি প্রতিনিধিরা উপস্থিত থাকে। এবার স্থগিত রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.