Header Ads

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনওয়াল বরাক সফরে



 * কেন্দ্রীয়  জাহাজ চলাচল, বন্দর ও আয়ুষ মন্ত্রী সোনোয়াল বরাকে......* 



*শিলচর (চার্বাক) :* আসামের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল  দুদিনের জন্য  বরাক সফরে এসেছেন।বর্তমানে সোনোয়াল হলেন কেন্দ্রীয় জাহাজ চলাচল,বন্দর ও আয়ুষ মন্ত্রী। শিলচরের ভারতীয় জনতা পাটির বলিষ্ট নেতা  তথা  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  কবিন্দ্র পুরকায়স্থের বাড়িতে গিয়ে  তাঁর খোঁজখবর নিতে একদম ভুলেন নি। বয়েসে ভার নেতা কবিন্দ্র পুরকায়স্থের বাড়িতে সোনোয়াল দীর্ঘক্ষণ  তাঁর সঙ্গে  বিভিন্ন আলোপচারিতা মাধ্যমে কিছু সময় দেন।তাছাড়া  ঊনার শারীরিক খবর নিলেন । তখন সঙ্গে ছিলেন  সাংসদ ডা: রাজদীপ রায়,রাজ‍্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ‍্য এবং  আসাম সংখ‍্যলঘু কমিশনের চেয়ারম্যান  আমিনুল  হক লস্কর প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.