মরুভুমির শহর কাতারের দোহা স্টেডিয়ামে ফুট বলের বিশ্ব লড়াই শুরু
নয়া ঠাহর, ওয়েভ ডেস্ক: ফুটবল শিল্পের পদাবলি ফুটবল আর ফুটবল ,মরু ভূমির রাষ্ট্র কাতার দোহা শহরে বিশ্ব ফুটবল শুরু হল। আল বায়েতের স্টেডিয়ামে মুখমুখি হল আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর। ফুটবলের উদ্বোধন হল। স্পেন ,ব্রাজিল ,আর্জেন্টিনা কাতারএ বাজিমাত করবে কে? এই প্রশ্নে ফুটবলের শহর কলকাতা আজ থেকেই উত্তাল। দোহা থেকে ৩৬কিলোমিটার দূরে আলবায়েত স্টেডিয়াম নভেম্বর মাসেও অত্যন্ত গরম চামড়া জ্বলে যাচ্ছে। ৬০হাজার দর্শকের মাঠ সব টিকিট শেষ। উদ্বোবনী দিনে আজ সন্ধ্যা সাতটায় প্রথা মেনে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের ক্যাপ্টেন হুগো লরিস,বিশ্ব কাপের ম্যাসকট লাইব নিয়ে মাঠে ঢুকবেন। ভারতীয় সময় রাত ৯,৩০থেকে দেখা যাবে।
কোন মন্তব্য নেই