চিনে লক ডাউন বিরোধী তীব্র বিক্ষোভ , স্বাধীনতার দাবিও
নয়া ঠাহর , ওয়েভ ডেস্ক: চীনের উহান প্রদেশ থেকে ২০১৯ সালে করোনা সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়ে ছিল।উহানের মাংস বাজার না জীবাণু ল্যাবরেটরি থেকে তা ছড়িয়ে ছিল তা আজও ধোঁয়াশা। আবার সংক্রমন ছড়িয়ে ছে। উহান এ লক ডাউনের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়েছে। সারা চীনের কয়েকটি প্রদেশে এই বিক্ষোভ দেখা যায় বলে সংবাদ সূত্রে প্রকাশ। ক্রুদ্ধ জনতা ব্যারিকেড ভেঙে ফেলে। চীন এই মারন রোগ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভারতে একবারে নির্মূল হয়নি। চিনে কোভিড নীতির বিরোধিতা করে কমিউনিস্ট পার্টি বিরোধী আন্দোলন ছড়িয়েছে। শি জিনপিং গদি ছার্প স্লোগান উঠেছে।
কোন মন্তব্য নেই