Header Ads

বিজেপি সরকার উন্নয়নের কথা ভুলে গেছে

মনে হচ্ছে বিজেপি সরকার অসম রাজ্যের উন্নতি ও উন্নয়নের কথা ভুলে গেছে...
পিন্টু রয়,২৮ নভেম্বর: এখন পর্যন্ত অনেক রাজনৈতিক দল অসম রাজ্যে সরকার গঠন করেছে এবং রাজ্যের বাসিন্দাদের জন্য কমবেশি কাজ করেছে এবং চলে গেছে। কিন্তু বিজেপি দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকে অসম রাজ্যের অধিকাংশ মানুষ খুশি। এই ভেবে যে অসম রাজ্যে এখন অগ্রগতি নিশ্চিত এবং তাছাড়া রাজ্যের মানুষকেও যে কোনও পরিস্থিতিতে উন্নতির ক্ষেত্রে সুযোগ দেবে তাও নিশ্চিত । কয়েক বছর ধরে বিজেপি সরকার অসম রাজ্যের সাধারণ মানুষকে খুশি রাখতে পেরেছে যদিও এখন যেন সময় ঘুরেছে, তার মানে বিজেপি সরকার আগের সরকারের মতোই মনোভাব পোষণ করছে। উল্লেখ্য, ভেড়গাঁওয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি গত পাঁচ বছর ধরে ঢেকিয়াজুলি বিধানসভা কেন্দ্রের অধীনে নির্মিত হচ্ছে, যা এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। আর এখন অর্ধেক প্রস্তুত ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি ভূতের বাংলোতে পরিণত হয়েছে। এখন একটু ভেবে দেখুন যে একটি ছোট উপ-স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে যদি পাঁচ বছরের বেশি সময় লাগে, তবে এই সরকার দ্বারা রাজ্যের আরও অনেক গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে যেখানে অনেক ধরণের কাজ করা হয়, সে গুলো কত দিনে সম্পূর্ণ করবে । প্রাপ্ত তথ্যে জানা যায়, গত কয়েক বছর ধরে ভেড়গাঁওয়ের মানুষ স্বাস্থ্য কেন্দ্রের জন্য সরকারের কাছে বহু বার কাকতি - মিনতি করা হয়েছিল। এর পর ওই গ্রামে উপ-স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করে সরকার যথেষ্ট ভোট আদায়ে সফল হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের প্রশংসাও নেয় । কিন্তু স্থানীয় মানুষ যারা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি সম্পূর্ণভাবে নির্মিত হবে বলে আশা করছিলেন তারা এখন হতাশ হয়ে পড়েছেন। প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত তাঁর সমস্ত বক্তৃতায় বিজেপি সরকারের পাশাপাশি নিজেরও প্রশংসা করতে ক্লান্ত হন না, অথচ রাজ্যে স্বাস্থ্য বিভাগের বহু কাজ বাকি রয়েছে। বিজেপি সরকারের এমন ব্যবহার এবং রাজ্যের জনতার উপর অবহেলার মনোভাব দেখে স্থানীয় লোক ধারণা করছে যে এর থেকে কংগ্রেস সরকারই ভালো ছিলো, তাহারা দশ লক্ষ টাকার কাজের আর্ধেক অংশই গমন করেও হাতে নেওয়া কাজ যে ভাবেই হোক সম্পূর্ণ করতো। এখন কথা হলো যে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর চোখ উক্ত উপ স্বাস্থ্য কেন্দ্রটিতে কবে পরে তা লক্ষণীয় হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.