Header Ads

শিলং অনেকটাই স্বাভাবিক ,ইন্টারনেট সেবা চালু

শিলং অনেকটাই স্বাভাবিক, চালু ইন্টারনেট পরিষেবা ।


ননী গোপাল ঘোষ -- 28 নভেম্বর -- শিলং 


অসম- মেঘালয় সীমান্তের মুখরোতে গত মঙ্গলবার গুলি চালনায় 6- জনের মৃত্যুর পর শিলং শহরের পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক হয়ে উঠেছিল । আজ সোমবার থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে । গত সপ্তাহে শিলঙে ছিল চাপা উত্তেজনা । প্রধান বাজারগুলি  দিনে শুধু কিছুক্ষণের জন্যই খুলছিল। সন্ধ্যার পরপরই শুনশান হয়ে পড়ছিল শিলং ।
তবে সোমবার থেকে পরিস্থিতি  অনেকটা স্বাভাবিক হয়েছে । বাজারগুলিতে বেড়েছে লোক সমাগম।

সোমবার সকাল থেকে চালু করা হয় ইন্টারনেট পরিষেবা । গত মঙ্গলবার থেকে রাজ্যে উত্তেজনা থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা ।



এদিন  মুখ্যমন্ত্রী কনরাড  সাংমা রাজ্যের পরিস্থিতি নিয়ে এক সর্বদলীয় বৈঠক ডাকেন । বৈঠকে কনরাড জানান, রাজ্য সরকার অসম-মেঘালয় সীমান্তের স্পর্শকাতর এলাকায় পুলিশ চৌকি বসানো হবে ।মুখ্যমন্ত্রী এও বলেন,  শিলঙে আইন -শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা যারা সৃষ্টি করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।


সর্বদলীয় বৈঠকে উপস্থিত হয়ে তৃণমূল বিধায়ক জর্জ লিংডো অসন্তুষ্টি জানিয়ে গুলি চালনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.