Header Ads

মেঘালয়ে বিধান সভা থেকে তিন বিধায়কের ইস্তফা যোগ দেবেন বিজেপি তে

মেঘালয়ায় তিন বিধায়কের বিধানসভা থেকে ইস্তফা, যোগ দিচ্ছেন বিজেপিতে।


ননী গোপাল ঘোষ -- 28 নভেম্বর -- শিলং 


মেঘালয়ার তিন বিধায়ক বিধানসভা থেকে ইস্তফা দিলেন সোমবার । তিনজনই মেঘালয়া বিধানসভার অধ্যক্ষ মেথবা লিংডোর কাছে ইস্তফাপত্র তুলে দেন।


তিনজনই বিজেপিতে যোগ দিতে চলেছেন । ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার উপস্থিতিতে তাঁরা  আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে বিজেপি সূত্রের খবর ।

ইস্তফা দেওয়া তিন বিধায়কের একজন হলেন মৌসিনরামের তৃণমূল বিধায়ক হিমালয়া এম শাংপ্লিয়াং। অন্য দুই বিধায়ক হলেন শাসকজোট মেঘালয়া ডেমোক্র্যাটিক এলায়েন্সের ( এমডিএ) বড় শরিক ন্যাশনাল পিপলস পার্টির  ( এনপিপি ) রাকসেমগ্রের বিধায়ক বেনেডিক আর মারাক ও সেলসেলা কেন্দ্রের 
বিধায়ক ফারলিন সিএ সাংমা।



অন্যদিকে, গারোপাহাড় স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য দিপুল আর মারাক সোমবার বিজেপিতে যোগ  দিয়েছেন । দিপুলের সঙ্গে জেলা পরিষদের আরেক প্রাক্তন সদস্য সুখারাম কে সাংমা ও রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভিজেকে কাইনতাও বিজেপিতে যোগ দেন।

বিজেপি কার্যালয়ে এঁদের স্বাগত জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও মেঘালয়ার অবজারভার ঋতুরাজ শর্মা ও কেন্দ্রীয় কমিটির সদস্য আওবা চাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.