Header Ads

অসমে শিশু উন্নয়ন প্রকল্পে চরম অবহেলা

আসামের শিশু উন্নয়ন প্রকল্পে চরম অবহেলার অভিযোগ উঠেছে......
পিন্টু রয় ,শোণিতপুর 26 নভেম্বর: চলচ্চিত্রের মতো সংলাপ দিয়ে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, কিন্তু একই সংলাপকে সম্পূর্ণ সত্য করা খুবই কঠিন। উল্লেখ্য, ভারতের স্বাধীনতার পর ভারতের অনেক রাজনৈতিক দল তাদের নিজ নিজ মেয়াদে সরকার গঠন ও পরিবর্তন করেছে। কিন্তু যখন থেকে গোটা দেশের মানুষ এই দলকে সরকার গঠনের সুযোগ দিচ্ছে এবং এই দলটিকে অর্থাৎ বিজেপি দলকে পছন্দ করা হচ্ছে তখন থেকে এই দলের নেতারা একটু বেশিই গর্ব করতে শুরু করেছে। আর এই ঔদ্ধত্যের কারণেই তারা যে কোনো সভা-সমাবেশে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে দেয় তাছাড়া বিজেপি সরকারের কোনো ভালো কাজকে অতিরঞ্জিত করে সাধারণ মানুষের সামনে তুলে ধরে। কারণ বর্তমানে ভারতের বেশির ভাগ মানুষই বিজেপি সরকারের ওপর পূর্ণ আস্থা রেখেছে, সে কারণেই দেশের প্রধানমন্ত্রীসহ এই দলের প্রায় সব নেতাই যে কোনো প্রতিশ্রুতি দিয়ে সেই আস্থা বাঁচিয়ে রেখেছেন এবং অটুট রেখেছেন। এমনকি সেই প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণ মিথ্যা হলেও। এবার উপরে দেওয়া ছবিটা ভালো করে দেখুন এবং নিজেই ভাবুন, ডিজিটাল ইন্ডিয়ার এই অঙ্গনওয়াড়ি কি এমন হওয়া উচিত...? কিন্তু এটাই সত্য, এটি বারসোলা সমষ্টির পশ্চিম সিরাজুলীর 14তম অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রাপ্ত তথ্যে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় অনেক নিরীহ ছাত্রছাত্রীরা অনেক সমস্যার মধ্য দিয়ে জীবনের প্রাথমিক শিক্ষা লাভ করে ওই অঙ্গনওয়াড়িতে আসছেন। লক্ষণীয় বিষয় হল রাজ্য সরকার এবং শিশু উন্নয়ন বিভাগ এর কাছে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকা সত্ত্বেও রাজ্য সরকার বা বিভাগীয় পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সরকার ও বিভাগীয় পক্ষের এই নির্লজ্জ অবহেলার সমালোচনা হচ্ছে সর্বত্র। এখন দেখতে হবে ডিজিটাল ইন্ডিয়ার অধীনে সরকারের চোখ কবে এই কেন্দ্র সমূহতে পড়ে সেটা লক্ষণীয় হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.