Header Ads

দাবি না মানলে আগামী ১ ডিসেম্বর সন্ধ্যা ছ টা থেকে সন্ধ্যে সাড়ে ছ টা পর্যন্ত বরাকে নিষ্প্রদীপ পালনের ডাক বি ডি এফের



 নয়া ঠাহর  ,শিলচর  :যে তিনটি দাবিতে বরাক বনধ ডাকা হয়েছিল ২৯ নভেম্বরের মধ্যে সরকার তাতে সাড়া না দিলে আগামী    ১ ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা অব্দি বরাক জুড়ে নিস্প্রদীপ কর্মসূচি পালনের সিদ্ধান্ত সর্বদলীয় সভায়।

১৮ নভেম্বরের সফল বরাক বনধ পালনের মাধ্যমে বরাক বাসী যে বার্তা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বনধের দাবিগুলি পূরণে সরকারকে ২৯ নভেম্বরের মন্ত্রীসভার বৈঠক অব্দি সময়সীমা দেওয়া হয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর পক্ষ থেকে। আজ শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সর্বদলীয় বৈঠকে বিস্তৃত আলোচনার পর এই ব্যাপারে পরবর্তী কর্মসূচি নিয়ে কিছু আগাম সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিডিএফ এর ডাকা এদিনের বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মকর্তারা তাঁদের বক্তব্যে বরাক উপত্যকার প্রতি সরকারি বৈষম্য ও উত্তর পুর্বে বাঙালি সহ  সংখ্যালঘু অনুপজাতি দের নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এরপর আলোচনা ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়  যে তিনটি দাবিতে বনধ ডাকা হয়েছিল,যদি ২৯ শে নভেম্বরের মধ্যে সরকার তথা মুখ্যমন্ত্রীর তরফে তা মেনে নেওয়া না হয় , তবে প্রথম প্রতিকী প্রতিবাদ হিসেবে আগামী ১ ডিসেম্বর সমগ্র বরাক জুড়ে সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা অব্দি নিস্প্রদীপ কর্মসূচি পালন করা হবে। এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে গত ১৮ নভেম্বরের স্বতস্ফুর্ত বনধ পালনের মাধ্যমে যেভাবে বরাক বাসী বঞ্চনা , বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন ,যদি শাসকদলের নেতা মন্ত্রীরা তা বুঝতে পারেন তবে অবশ্যই দাবিগুলির প্রতি সহানুভূতিশীল হবেন। অন্যথা এই প্রতিবাদ কর্মসূচি চলবে। যদি ২৯ তারিখ অব্দি কোন ইতিবাচক সাড়া না পাওয়া যায় তবে তারই প্রথম পদক্ষেপ হিসেবে ১ ডিসেম্বর নিস্প্রদীপ কর্মসূচি পালনের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপর ধাপে ধাপে পথসভা, ধর্ণা, মিছিল, অবস্থান ধর্মঘট ইত্যাদি কর্মসূচি পালিত হবে।  ২৯ নভেম্বর অব্দি দাবি পূরণ না হলে তিনি বরাকের কর্মপ্রার্থী,ছাত্র যুবক সহ আপামর জনগনকে ১ ডিসেম্বরের নিস্প্রদীপ কর্মসূচি পালন করে সরকারকে প্রত্যাহ্বান জানাবার আবেদন জানিয়েছেন।

বাংলা নবনির্মান সেনার পক্ষ থেকে প্রীতম দেব এদিন বলেন যে যদি ২৯ শে নভেম্বরের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাক থেকে অন্ততঃ ১০০০ প্রার্থীর  নিযুক্তির নিশ্চয়তা না দেওয়া হয়, যদি মেঘালয়ে অনুপজাতিদের নির্যাতন রোধে কোন কার্যকরী পদক্ষেপ ঘোষিত না হয় এবং সুপারি ব্যাবসাকে প্রসাশনিক জটিলতা থেকে মুক্ত না করা হয় তবে বরাক বাসীকে ১ ডিসেম্বরের নিস্প্রদীপ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে হবে যে তারা তাদের দাবি থেকে একচুলও নড়বেন না। তিনি বলেন অন্তত আগামী প্রজন্মের স্বার্থে  এই কর্মসূচিকে সফল করতেই হবে এবং এই দায়িত্ব সমস্ত বরাক প্রেমী দল সংগঠন সহ আপামর জনগনকে নিতে হবে।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, এআইইউডিএফ, সিপিআই , আমরা বাঙালি,আকসা এবং আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির প্রতিনিধিরা। এছাড়া এদিনের সিদ্ধান্তকে  সমর্থন করে আরো কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.