মেঘালয়ের মুখ্যামসন্ত্রীর বাড়ির সামনে কুশ পুতুল পড়া লো
মেঘালয়ার প্রভাবশালী সংগঠনগুলি কুশপুত্তলিকা পোড়াল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ।
ননী গোপাল ঘোষ -- 26 নভেম্বর -- শিলং
মেঘালয়ার প্রভাবশালী সংগঠনগুলি মুখ্যমন্ত্রী কনরাড সাংমার শিলঙের সরকারি বাসভবনের সামনে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ,মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও মেঘালয়ার গৃহমন্ত্রী লাখমেন রিম্বুইয়ের কুশপুত্তলিকা পোড়াল । " সেভ হেন্নট্রেপ মিশন "-নাম দিয়ে সংগঠনগুলি কেন্দ্র, রাজ্য ও অসম সরকারের তরফে দীর্ঘদিনের সীমান্ত সমস্যা মেটাতে ব্যর্থ হওয়ায় এই কুশপুত্তলিকা দাহ করা হয় শনিবার ।
হেন্নট্রেপ ইয়ুথ কাউন্সিলের ( এইচওয়াইসি) সাধারণ সম্পাদক রয় কুপার সিনরেম বলেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী নর্থ ইস্ট কাউন্সিলের অধিবেশনে বিভিন্ন রাজ্যের সীমান্ত সমস্যা বিশেষ করে উত্তর - পূর্বের রাজ্যগুলির সীমান্ত সমস্যা মেটাতে তৎপর হবে বলে জানিয়েছিলেন।
গত মঙ্গলবার মুখরোর গুলিচালনার ঘটনা তিন সরকারের সীমান্ত সমস্যা নিয়ে গুরুত্ব না দেওয়ার অভাবে ঘটেছে বলে দাবি করেন রয় কুপার সিনরেম ।
কোন মন্তব্য নেই