কান্দি শহরে তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংগর্ষ আহত কাউন্সিলার
অমল গুপ্ত। ,কান্দি :কান্দি শহরের ব্যস্ততম কান্দি বাস স্ট্যান্ড এর গায়ে ছানা বাজার, স্টেট ব্যাংক ,পোস্ট অফিসের সামনে তৃণমূল দলের দুই গোষ্ঠীর মধ্যে আজ দুপুরে সংঘর্ষের সৃষ্টি হলে তিন চার জন আহত হন। গাড়ি ভাঙচুর হলে উত্তেজনার সৃষ্টি হয় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে র চেষ্টা করে। কান্দি ১৪ নম্বর প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণ ঘোষ সহ বর্তমান সমর্থক পল্টু সরকার সহ ৬জন আহত হন।তাদের কান্দি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পল্টু সরকারের নিজের মামি কানন বালা কে সামনে রেখে জয়লাভ করেন।অপরদিকে১৮নম্বর প্রাক্তন পৌর কাউন্সিলর
কৃষ্ণ চন্দ্র ঘোষ সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। ব্যাংকের পাশে এক ড্রেন র পাশে এক বেআইনি ঘর ভাঙতে আসে পৌর কর্তৃপক্ষ। তা বাধা দিলে দুই পক্ষে তুমুল সংঘর সৃষ্টি হয়।বাস স্ট্যান্ডে হুড়োহুড়ি পড়ে যায় কান্দি থানার পুলিশ পদস্থ অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের দেখতে কান্দি মহকুমা হাসপাতালে ভীড় জমে যায়। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস দলের আভ্যন্তরীন উত্তাপ বৃদ্বি পাচ্ছে। তারই বহিঃপ্রকাশ ঘটল আজ শান্তি প্রিয় কান্দি শহরে। কান্দি বাস স্ট্যান্ডের আস পাশের সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হয়। অপরাহ্নে পরিস্থিতি শান্ত হয়। তবে উত্তেজনা আছে।
কোন মন্তব্য নেই